ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

সৌদি আরব

রিয়াদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
রিয়াদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: সৌদি আরবের রাজধানী রিয়াদে একদল ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল হালিম পাঠান (৪২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিয়াদের বাথা জামাল মার্কেটের কাছে এ ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছেন আরো চারজন।
 
নিহত আব্দুল হালিম পাঠান কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার মৃতদেহ বাথা নিউ সাফা মক্কা ক্লিনিকে রাখা ছিল।

এদিকে, ছুরিকাঘাতে আহতদের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন, ফেনীর ফুলগাজী উপজেলার নজরুল, ঢাকার ইকবাল, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জসিম ও মোতালেব।

নিহতের বন্ধু লিটন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সন্ধ্যার পর আব্দুল হালিম পাঠান অন্যান্য দিনের মতো ওই মার্কেটের সামনে পাইকারি মোবাইল ফোন বিক্রি করছিলেন।

এ সময় আটজনের একটি ছিনতাইকারী দল ছুরি নিয়ে এক বাংলাদেশিকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল। এ সময় আব্দুল হালিম ও আহতরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আব্দুল হালিমের মৃত্যু হয়। অপর চারজন গুরুতর জখম হন।

পরে ছিনতাইকারীদের ধাওয়া করে স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তারা সবাই
ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ