রিয়াদ: ২০১৫ সালের বিজয় দিবসে দেশবাসী শান্তি নিঃশ্বাস নিচ্ছে কারণ, ৪৪ বছর পর যুদ্ধাপরাধীদের বিচারের শাস্তি দিয়ে দেশ কলঙ্কমুক্ত হয়েছে।
শহীদদের আত্মা কিছুটা হলেও শান্তি পাচ্ছে।
বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) রাতে বঙ্গবন্ধু পরিষদ জেদ্দা শাখার বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
ভারতের জনগণের কাছে কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, এক কোটি শরণার্থীদের তারা আশ্রয় দিয়েছিল এবং আমাদের মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনী তাদের রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
এ সময বিদেশের মাটিতে নিজের কর্ম আর চেতনা দিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো উন্নতির শিখরে নিয়ে যাওয়ার আহ্বান জানান ইকবাল সোবহান। এছাড়া তিনি জেদ্দাস্থ বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের অনুষ্ঠানের আয়োজক কমিটিকেও ধন্যবাদ জানান।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী আমিন আহমেদ।
সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও যুগ্ম আহ্বায়ক জিন্নাত আলীর যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ জেদ্দার সভাপতি মমতাজ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মিন্টু, আব্দুল জলিল ব্যাপারী, মার্শাল কবির পান্নু, এম এ কাশেম, সাদেক হোসেন, আতাউর রাহমান, দেলোয়ার হোসেন, ইফতেখার আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রবাসী আতাউর রহমানের সম্পাদনায় "বিজয়ের কেতন উড়ে" নামের একটি বই এর মোড়ক উম্মোচন করেন ইকবাল সোবহান চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরআই