ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

নারী দিবসে অনলাইন অ্যাক্টিভিস্টের রক্তদান কর্মসূচি

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৩, মার্চ ৯, ২০১৬
নারী দিবসে অনলাইন অ্যাক্টিভিস্টের রক্তদান কর্মসূচি

রিয়াদ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।

মঙ্গলবার (০৮ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রিয়াদের কিং সৌদ মেডিকেল সিটিতে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।



কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশি এক গর্ভবতী নারীকে দুই ব্যাগ এবং অন্যান্য রোগীদের জন্য বেশ কয়েক ব্যাগ রক্তদান করেন এ সংগঠনের সদস্যরা।

রক্ত পাওয়ার পর অনুভূতি জানতে চাইলে ওই নারীর স্বামী খাজা সানাউল্লাহ বলেন, সময় মতো রক্ত পাওয়া খুব কষ্টকর। রক্তদানের জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমীন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহন, সহ সাংগঠিক সম্পাদক শাহাদাত শাহেদ, সমাজকল্যাণ সম্পাদক আরিফ মৃধা, সহ-তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ খান, সহ-সাংস্কৃতিক সম্পাদক সোহেল খান প্রমুখ।

সভাপতি মোহাম্মদ আল আমীন বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ