রিয়াদ: নানা আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা ও ইংলিশ শাখা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর বাণী পাঠ করেন শোনানো হয়। পরে কমিউনিটি নেতারা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন।
বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রিয়াদ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম। ইংরেজি শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দূতাবাসের কাউন্সিলর (ইকোনমিক) ড. আবুল হাসান।
এদিকে সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এবং বাংলা ও ইংলিশ স্কুলেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
আরএইচএস/আরএম