ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

হাইকমিশনে সেবা না পেলে জানাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, মে ৪, ২০১৬
হাইকমিশনে সেবা না পেলে জানাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

রিয়াদ: বিদেশে বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটে ফোন করে না ধরলে অথবা সেবা না পেলে সেটি ইমেইল বা ফেসবুক ইনবক্সে জানানোর জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (০৩ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিদেশে বাংলাদেশের কোনো অ্যাম্ব্যাসি বা হাইকমিশনে অফিস সময়ের মধ্যে ফোন করে পাননি বা কাঙ্ক্ষিত সেবা পাননি- এ ধরনের সুনির্দিষ্ট (তারিখ, সেবার ধরন ও সম্ভব হলে যে ব্যক্তির সাথে আপনার কথা হয়েছে তা সহ) অভিযোগ থাকলে তা আমাকে [email protected]তে ইমেইল করে বা ইনবক্স করে দয়া করে জানান।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ