ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

মা দিবসে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভা

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, মে ৮, ২০১৬
মা দিবসে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভা

রিয়াদ: আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।

 

রোববার (০৮ মে) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমীন।

ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফোরামের সাংগঠনিক সম্পাদক এমএইচ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত নিরব, দফতর সম্পাদক রুবেল হোসেন, প্রচার সম্পাদক সাইফুল অপূর্ব, ধর্ম সম্পাদক ওমর তালুকদার, সহ তথ্য বিষয়ক সম্পাদক মাসুদ পারভেজ খান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিশেষ একদিন নয়, মাকে প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে সম্মান ও স্মরণ করতে হবে। মায়ের তুলনা পৃথিবীতে অদ্বিতীয়। মায়ের মমতা, যত্ন, ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সন্তানের কাছে মায়ের আশ্রয়ই নিরাপদ। মাকে সত্যিকারভাবে সম্মান এবং মায়ের প্রতি প্রত্যেক সন্তানের সামর্থ্য অনুযায়ী কর্তব্য সম্পাদন করা একান্ত দায়িত্ব ও কর্তব্য।

মাকে যেন আমরা কখনো বৃদ্ধাশ্রমে না পাঠাই আজকের দিনে এ প্রতিজ্ঞা করতে হবে।

বাংলাদেশ সময়:১৯১৪ ঘণ্টা, মে ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ