ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

বাংলানিউজের সৌদি করেসপন্ডেন্টের বাবার মৃত্যুতে রিয়াদে দোয়া

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, সেপ্টেম্বর ২০, ২০১৬
বাংলানিউজের সৌদি করেসপন্ডেন্টের বাবার মৃত্যুতে রিয়াদে দোয়া

রিয়াদ: বাংলানিউজটোয়েন্টিফোরের সৌদি আরব করেসপন্ডেন্ট ও সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ আল আমীনের বাবা আলহাজ আব্দুল হাকিমের মৃত্যুতে শোক, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে রিয়াদের বাথা আল মারজান কফি হাউজে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল হালিম নিহনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম রনি।

উপস্থিত ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স আহমেদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, সহ প্রচার সম্পাদক শরিফুল ইসলাম স্বপন, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, বিশিষ্ট ব্যবসায়ী সাজু আহমেদ, মামুন, সফিক, আজমল প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ মোহাব্বত উল্লাহ।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বক্তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন ।

বাংলাদেশ সময়: ১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ