ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদি আরব

সৌদিতে নিষিদ্ধ হলো স্যামসাং গ্যালাক্সি নোট ৭

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
সৌদিতে নিষিদ্ধ হলো স্যামসাং গ্যালাক্সি নোট ৭

রিয়াদ: সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের পর এবার পুরো সৌদি আরবেই নিষিদ্ধ হলো স্যামসাং নোট ৭। কয়েকটি স্যামস্যাং নোট ৭ বিস্ফোরণের পর কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।

 

মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইট বার্তায় এ তথ্য জানা যায়।

টুইট বার্তায় স্যামসাং গ্যালাক্সি নোট ৭ নিষিদ্ধ জানিয়ে এজেন্টের কাছে থাকা সব ফোন ফেরত নিয়ে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য স্যামসাং কর্তৃপক্ষকে মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।

জানা যায়, সৌদি আরবে কর্মরত একজন মিশরীয় ফার্মাসিস্ট কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট মন্ত্রণালয়ে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণের অভিযোগ দায়ের করেছিলেন। পরে মন্ত্রণালয় তদন্ত করে তার সত্যতা খুঁজে পায়।

মিশরীয় ওই নাগরিক মাতাওয়া আলী বলেন, তিনি তার স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ব্যাগে রেখেছিলেন। কিছুক্ষণ পর দেখলেন তার ব্যাগ থেকে ধোঁয়া বের হচ্ছে। অবাক হয়ে ব্যাগ খুলে দেখেন ব্যাগে থাকা ফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়েছে।

এর আগে গতমাসে সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ ব্যবহার নিষিদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ