রিয়াদ: মায়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে রিয়াদের একটি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ আল-আমীন।
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এম এইচ প্রিন্স, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, দপ্তর সম্পাদক মো. রুবেল হোসেন, সহ-প্রচার সম্পাদক সরিফুল ইসলাম স্বপন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সোহেল, সমাজ কল্যাণ সম্পাদক আরিফ মৃধা, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ইয়াছিন, সহ-ক্রীড়া সম্পাদক আলমগীর, সদস্য রাজু আহামেদ, মিশু জামান, মিজান, জসিম, রাজু, ফয়সাল, জাহাঙ্গীর, মাহফুজ, মিরাজ প্রমুখ।
সভায় মায়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন ও হত্যা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এএ