ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সৌদি আরব

কাতারে বাংলাদেশি যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫০, জানুয়ারি ২৪, ২০১৮
কাতারে বাংলাদেশি যুবকের মৃত্যু কাতারে বাংলাদেশি যুবকের মৃত্যু

কাতারে কর্মস্থলে দুর্ঘটনার শিকার হয়ে মোহাম্মদ পিয়াস (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বাবা-মায়ের একমাত্র সন্তান ভাগ্যবদলের আশায় গত বছরের ঈদুল ফিতরের পর কাতারে নির্মাণকর্মী হিসেবে একটি প্রতিষ্ঠানে যোগ দেন পিয়াস।  

গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) দোহার বিন-মাহমুদ এলাকায় হামাদ হাসপাতালের পাশে দুপুর ১২টার দিকে কাজ করার সময় হঠাৎ ওপর থেকে মাথায় একটি ইট পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলায়। মরহুম ওসমান মিয়ার একমাত্র সন্তান পিয়াস৷ পরিবারের আর্থিক অনটন দূর করতে এক বছর আগে প্রবাসে পাড়ি জমান এই যুবক।

স্ত্রী ও এক সন্তান রয়েছে পিয়াসের।  
 

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এমআরএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সৌদি আরব এর সর্বশেষ