ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বছরজুড়ে দেশ ঘুরে

চলনবিলের পথে-প্রান্তরে (পর্ব ৬)

আসিফ আজিজ ও শুভ্রনীল সাগর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
চলনবিলের পথে-প্রান্তরে (পর্ব ৬) ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলনবিল (নাটোর) থেকে ফিরে: চলনবিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল ও সমৃদ্ধতম জলাভূমিগুলোর একটি। দেশের সর্ববৃহৎ এ বিল বিভিন্ন  খাল ও জলখাত দিয়ে পরস্পর সংযুক্ত অনেক ছোট ছোট বিলের সমষ্টি।

বর্ষাকালে সব একসঙ্গে একাকার হয়ে প্রায় ৩শ ৬৮ বর্গ কিমি এলাকার একটি জলরাশিতে পরিণত হয়। বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলা জুড়ে বিস্তৃত চলনবিল। শুধু নাটোর অংশে বিলের বিস্তৃতি প্রায় ৩১ কিমি।

নাটোরকে আলাদা করে বলার কারণ, সম্প্রতি এই অংশের চলনবিল ঘুরে এসেছে বাংলানিউজের বিশেষ দল। মেঘলা আকাশ মাথায় নিয়ে বালুয়া বাসুয়া চৌরাস্তা থেকে যাত্রা শুরু হয়। এখান থেকেই চলনবিল নাটোরের সিংড়া অংশের বুক ফেঁড়ে সিরাজগঞ্জের তাড়াশ চলে গেছে ২৮ কিলোমিটারের সড়ক। বেলা বারোর সূর্য মাথার উপর থাকলেও কুয়াশা তখনও কাটেনি। বাহন হিসেবে ব্যাটারিচালিত ‍অটোরিকশা।

সেই ভ্রমণ থেকেই বিলের পথ ও প্রান্তর নিয়ে এবারের ধারাবাহিক আয়োজন। চোখ-মন ছুঁয়ে গেছে সবুজের সমারোহ, বকের ওড়াউড়ি, দূরের গ্রাম, জল-মাটি-মানুষসহ আরও কত কী! বিপুলা এ বিলের যতোটুকু চোখে ধরেছি, তার একশো ভাগের এক ভাগ ধরা গেছে ক্যামেরার ফ্রেমে। চলতি পর্বের মুহূর্তগুলো দেখে নেওয়া যাক।   


চলনবিলে সেচকাজে ব্যবহৃত অধিকাংশ শ্যালোমেশিন চলে বিদ্যুতে। এ নিয়ে চাষিদের বক্তব্য, ডিজেলে খরচ পড়ে বেশি। সেই তুলনায় মাসে হাজার-বারোশোতেই অনেক জমিতে পানি পৌঁছে দেওয়া যায়।  


খরচ ছাড়াও আরেকটি কারণ, চলনবিলে পানির স্তর নেমে গেছে অনেক নিচে। এই নেমে যাওয়া স্তর থেকে ডিজেলে পানি তুলতে চড়া খরচ তো বটেই, বেশ দুর্ভোগও।


চলতি পথে চোখে পড়লো গরুর পাল। চলনবিল ওদেরও আহারদাতা।


চলনবিলে এসে যুক্ত হয়েছে অসংখ্য ছোট নদী। চলনবিল সড়ক থেকে মাগিরা গ্রাম সংযোগকারী লালমাটির রাস্তা হয়েছে সবে। এর আগে শুকনো মৌসুমেও নৌকাই ছিলো একমাত্র ভরসা। তাই বলে নৌকা একেবারে উঠে গেছে তা নয়, শুকনো সময়ে এখনও অন্যতম বাহন হিসেবে জায়গা দখল করে রয়েছে।

সাতপুকুরিয়া গ্রাম। গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট বাজার, চলনবিল সড়ক থেকে গ্রাম সংযোগকারী পাকা রাস্তা।


সাতপুকুরিয়া বাজারে বিল ভরাট করে উঠছে বহুতল মার্কেট। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও চাহিদায় একসময় আরও দোকানপাটের প্রয়োজন হবে। বেড়ে যাবে বিল ভরাটের হারও।


সড়কের পাশে এক চিলতে পেঁয়াজের ক্ষেত।

বিলের প্রধান ফসল ধান হলেও ঘরবসতি এলাকায় চোখে পড়বে বেড়া দেওয়া ছোট ছোট ক্ষেত।


শুকনো মৌসুম তাই বিলজুড়ে ‍মাছ ধরার উৎসব। এছাড়া চলনবিল সড়ক হওয়ায় ছোট নদীগুলো হয়ে গেছে কুনির মতো।

ঝুড়িভর্তি বিলের বাইন, টেংরা, পুঁটি, শোল, জিয়েল আরও কতো কী!

**ওষুধি গাছে ‘সুস্থ’ গ্রাম (ভিডিওসহ)
** চলনবিলের পথে-প্রান্তরে (পর্ব ৫)
** চলনবিলের পথে-প্রান্তরে (পর্ব ৪)
** চলনবিলের পথে-প্রান্তরে (পর্ব ৩)
** চলনবিলের পথে-প্রান্তরে (পর্ব ২)
**  চলনবিলের পথে-প্রান্তরে (পর্ব ১)
** আমহাটীর চামড়ায় সারাদেশে বাজে ঢাক-ঢোল
** ডুবো সড়কে ডুবছে চলনবিল
** ঝাড়ফুঁক-সাপ ছেড়ে  ইমারতের পেটে!
** বিলের মাছ নেই চলনবিলের বাজারে (ভিডিওসহ)
** চলনবিলে হাঁস পুষে লাখপতি (ভিডিওসহ)
** হালতি বিলে দাগ কেটে ক্রিকেট, ধুমছে খেলা (ভিডিওসহ)

** ভাসমান স্কুলে হাতেখড়ি, দ্বীপস্কুলে পড়াশোনা
** দত্তপাড়ার মিষ্টি পান ঠোঁট রাঙাচ্ছে সৌদিতে
** একফসলি জমিতেই ভাত-কাপড়
** লাল ইটের দ্বীপগ্রাম (ভিডিওসহ)
** চলনবিলের শুটকিতে নারীর হাতের জাদু
** ‘পাকিস্তানিরাও সালাম দিতে বাধ্য হতো’
** মহিষের পিঠে নাটোর!
** চাঁপাইয়ের কালাই রুটিতে বুঁদ নাটোর
** উষ্ণতম লালপুরে শীতে কাবু পশু-পাখিও!
** পানি নেই মিনি কক্সবাজারে!
** টিনের চালে বৃষ্টি নুপুর (অডিওসহ)
** চলনবিলের রোদচকচকে মাছ শিকার (ভিডিওসহ)
** ঘরে সিরিয়াল, বাজারে তুমুল আড্ডা
** বৃষ্টিতে কনকনে শীত, প্যান্ট-লুঙ্গি একসঙ্গে!
** ভরদুপুরে কাকভোর!
** ডুবো রাস্তায় চৌচির হালতি
** হঠাৎ বৃষ্টিতে শীতের দাপট
** ঝুড়ি পাতলেই টেংরা-পুঁটি (ভিডিওসহ)
** শহীদ সাগরে আজও রক্তের চোরা স্রোত
** ‘অলৌকিক’ কুয়া, বট ও নারিকেল গাছের গল্প
** মানবতার ভাববিশ্বে পরিভ্রমণ
** সুধীরের সন্দেশ-ছানার জিলাপির টানে
** নতুন বইয়ে নতুন উদ্যম
বাংলাদেশ সময়: ০৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসএস/এ‌এ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ