সেন্টমার্টিন থেকে: দেশের সর্ব দক্ষিণে অবস্থিত সেন্টমার্টিন। প্রবাল পাথরে আচ্ছাদিত এই দ্বীপ জুড়ে রয়েছে মাত্র কয়েক হাজার লোকের বসবাস।






সেন্টমার্টিনসহ ছেঁড়া দ্বীপের চারপাশেই রয়েছে কেউড়া গাছের বিস্তরণ। কেউড়া গাছের শিকড় একটি আরেকটিকে যেভাবে জড়িয়ে ধরে আছে, হয়তো এ জন্যই এই গাছের নাম কেউড়া গাছ। এই কেউড়া গাছ ঝড় জলোচ্ছ্বাসকে কিছুটা হলেই দ্বীপবাসীকে রক্ষা করে। তাই দ্বীপবাসীর জীবন রক্ষাকারী হিসেবেও কাজ করছে কেউড়া গাছ।


বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এসএম/পিসি
** সৈকতের আল্পনাশিল্পীদের করুণ মৃত্যুগাথা (ভিডিও)
** সেন্টমার্টিন যেভাবে যাবেন