ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জুন ২০২৪, ০৫ জিলহজ ১৪৪৫

বছরজুড়ে দেশ ঘুরে

সৈকত পাড়ে বাংলানিউজের ঝলমলে সন্ধ্যা

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
সৈকত পাড়ে বাংলানিউজের ঝলমলে সন্ধ্যা ছবি: বাদল, সোহেল, শুভ্রনীল - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পেঁচার দ্বীপ (মারমেইড বিচ রিসোর্ট থেকে): ঘড়ির কাঁটা সন্ধ্যা সাড়ে ৬টার আশেপাশে। মারমেইড বিচ রিসোর্টে বাংলানিউজের উদ্যোগে আয়োজিত ‘বছরজুড়ে দেশ ঘুরে: কক্সবাজারে পর্যটন’ শীর্ষক আলোচনা সভা ততক্ষণে শেষ।

রিসোর্টের ছোট্ট মঞ্চটিতে হঠাৎ আলোর নাচন। আগুন নিয়ে খেলছেন বছর ২৫ এর এক তরুণ। এলোমেলোভাবে থাকা মানুষগুলোও মুহূর্তেই মঞ্চের সামনে। জমে উঠলো আশপাশ। এরপরের দেড়ঘণ্টা বাংলানিউজ টিম ও আগত অতিথিরা বুঁদ হয়ে ছিলেন এই সাংস্কৃতিক আয়োজনে।

অনুষ্ঠানটি এতোটাই আলো কেড়ে নিলো যে, ঢিল ছোঁড়া দূরত্বের সমুদ্রের ঢেউয়ের গর্জনগুলোও শোনা যাচ্ছিল না। সমুদ্রও হয়তো এনজয় করছিলো তা। না হলে তার কোলে অন্যের বাড়াবাড়ি সে মানবে কেনো!

পর্যটনের এই বর্ষে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের পর্যটন সম্ভাবনা ও সমস্যা তুলে ধরতে আয়োজন করা হয় এ অনুষ্ঠােনের। পুরো অনুষ্ঠানজুড়ে  প্রাণবন্ত আলোচনা শেষে অনুষ্ঠিত হয় এ সাংস্কৃতিক আয়োজন।  

আয়োজনে শুধু কী আগুনের খেলা ছিলো? মোটেও না। আঞ্চলিক গান থেকে আধুনিক গান, ঐতিহ্যবাহী রাখাইন নৃত্য- কী না ছিলো!

ছেনছেন, সাহ্লাএ, ছেনছেন উ এবং থুইথুই- এ চার রাখাইন তরুণী যেনো একখণ্ড রাখাইন সংস্কৃতি নিয়ে হাজির হলেন মঞ্চে। ঐতিহ্যবাহী রাখাইন পাখা ও ছাতা নৃত্যে জমিয়ে দিলেন অনুষ্ঠানস্থল।  

এর আগে ছিলো আঞ্চলিক ও আধুনিক গানের আসর। ‘আচ্ছা পাগল মন রে, দিন গেলে তুই ঘরত বই বই হাঁদিবি’ গানটির স্রষ্টা আমান উল্লাহ খান অনুষ্ঠানস্থলে না থেকেও যেনো ছিলেন। তার ছেলে হাসানের কণ্ঠে বাবার সেই বিখ্যাত গান।

আরও ছিলো মধু হই হই বিষ খাওয়াইলি, চাঁদমুখে মধুর হাসি, বন্ধু দেওয়ানা লাগাইয়ে, সোনাদিয়া বান্ধাইছি ঘরসহ কয়েকটি জনপ্রিয় আঞ্চলিক গান। সঙ্গে তার বন্ধু সুজয়ের ডারবুগা’র ধুম ধুম বাজনা।

হাসান শেষ করেন বাপ্পা মজুমদারের বিখ্যাত গান ‘সে হাওয়ায় ভেসে গেছো তুমি’ দিয়ে। সেমিনার উপলক্ষে গত পাঁচদিনের ক্লান্তি ভুলে সুরের আবহে যেন ভেসে  গেলেন বাংলানিউজের উদ্যোমী সদস্যরাও।

বাংলাদেশ সময় ০১১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
টিএইচ/কেআরএম

** বাংলানিউজের সুপারিশের অপেক্ষায় থাকবো: পর্যটনমন্ত্রী 
** কক্সবাজারেই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পরিকল্পনা​
** উন্নয়ন না করলে জনগণের গালি খেতে হয়
** ভিসা প্রক্রিয়া সহজ করে বিদেশিদের আমন্ত্রণ জানান
** শুধু হোটেল করলেই বাণিজ্য হয় এই ধারণা ভুল
** বিচে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেয় ট্যুরিস্ট পুলিশ
** ‘পর্যটনবান্ধব শহর গড়তে সবার সহযোগিতা দরকার’
** নগর পরিকল্পনাবিদদের রোডম্যাপে সাজাতে হবে কক্সবাজার
** কক্সবাজার নিয়ে শতবার্ষিক মহাপরিকল্পনা করতে হবে
** ‘প্রত্যন্ত এলাকা ঘুরে পর্যটন সম্ভাবনা তুলে এনেছি’
** সাগর পাড়ে শুরু বাংলানিউজের ‘কক্সবাজারের পর্যটন’
** বাংলানিউজে কক্সবাজারের পর্যটন চিত্র
** সেন্টমার্টিন যেভাবে যাবেন
** তৃতীয় ধাপে চট্টগ্রাম টিম এখন কক্সবাজারে
** কক্সবাজারে বাংলানিউজের দ্বিতীয় টিম
** বছরজুড়ে দেশ ঘুরে: কক্সবাজারে বাংলানিউজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বছরজুড়ে দেশ ঘুরে এর সর্বশেষ