ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভোটের-কথা

লক্ষ্মীপুরের ৪ আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৮১ হাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
লক্ষ্মীপুরের ৪ আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৮১ হাজার প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে মোট ভোটার ছিলো ১০ লাখ ৫১ হাজার ৫২২ জন। 

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে, তাতে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। সে হিসেবে গত পাঁচ বছরে জেলার চারটি আসনে মোট ভোটার বেড়েছে ১ লাখ ৮১ হাজার ৬৪২ জন।

জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে এমনটাই জানা গেছে।  

আসনভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় দেখা যায়, লক্ষ্মীপুর জেলার মধ্যে সব থেকে বেশি ভোটার রয়েছেন লক্ষ্মীপুর-০২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনে। এখানে বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৪ হাজার ৮২২ জন। সে হিসেবে এ আসনে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৪৭ হাজার ৪০১ জন।

জেলার চারটি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটারের আসন হচ্ছে লক্ষ্মীপুর-০১ (রামগঞ্জ)। এখানে বর্তমান ভোটার সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৪৮১ জন। ২০১৪ সালের নির্বাচনে মোট ভোটার ছিলো ১ লাখ ৮৫ হাজার ৬৬৯ জন।  গত পাঁচ বছরে এখানে ভোটার বেড়েছে ৩৩ হাজার ৮১২ জন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬১৩ জন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলো ২ লাখ ৭৪ হাজার ৩০৫ জন। গত পাঁচ বছরে এ আসনে ভোটার বেড়েছে ৫৬ হাজার ৩০৮ জন।

লক্ষ্মীপুর ০৪ (রামগতি-কমলনগর) আসনে বর্তমান ভোটার ৩ লাখ ১০ হাজার ৮৪৭ জন। গত সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলো ২ লাখ ৬৬ হাজার ৭২৬ জন। সে হিসেবে এ আসনে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৪৪ হাজার ১২১ জন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এসআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।