ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব ইজতেমা

মাওলানা সাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
মাওলানা সাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়াসিফুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: ভারতের দিল্লি মারকাজের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভির বাংলাদেশে আগমন ও ইজতেমায় অংশগ্রহণ নিয়ে সৃষ্ট পরিস্থিতির সমাধানের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। 

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাবলিগের শুরার সদস্য ও আলেমরা উপস্থিত রয়েছেন।  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন বৈঠকে।

বৈঠকে যোগ দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলেম-ওলামারা।                                          ছবি: বাংলানিউজবৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক, ধর্ম সচিব (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান জাবেদ পাটওয়ারী, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, গুলশান আজাদ মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হাসান, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়ার মুহতামিম মুফতি মাহফুজুল হক, লালবাগ মাদ্রাসার মুফতি ফয়জুল্লাহ ও আফতাবনগর মাদ্রসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী উপস্থিত রয়েছেন।  

আর তাবলিগ জামাতের মুরব্বিদের মধ্যে উপস্থিত রয়েছেন তাবলিগের শুরার সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা আবদুল হামিদ মাসুম, খান মুহাম্মাদ শাহাবুদ্দীন নাসিম, মাওলানা জিয়া বিন কাসেম, ইউনুছ শিকদার, মাওলানা মোশাররফ হোসাইন ও আনওয়ার হোসাইন।  

বৈঠক সূত্র বলছে, মাওলানা সাদের বাংলাদেশ আগমন ও ইজতেমায় অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টিও স্থান পাবে আলোচনায়।

আরও পড়ুন>>
** মাওলানা সাদের বিরুদ্ধে বায়তুল মোকাররমে বিক্ষোভ
** ইজতেমায় যাচ্ছেন না মাওলানা সাদ
** মাওলানা সাদ ‘বিরোধিতা’র নেপথ্যে
** কাকরাইল মসজিদে মাওলানা সাদ: নিরাপত্তা জোরদার
** কাকরাইল ও ইজতেমা মাঠে লাগাতার অবস্থান ঘোষণা বেফাকের
** বিমানবন্দর থেকে বেরিয়ে কাকরাইলে মাওলানা সাদ
** দাবি মানা না হলে লাগাতার অবরোধের হুঁশিয়ারি
** শাহজালাল বিমানবন্দরে মাওলানা সাদ
** তাবলিগের বিক্ষোভ, ভোগান্তিতে শাহজালালের যাত্রীরা
** তাবলিগের বিক্ষোভে বিমানবন্দর সড়কে তীব্র যানজট
** মাওলানা সাদের আগমন ঠেকাতে বিমানবন্দর চত্বরে বিক্ষোভ
** বুধবারই ইজতেমায় আসছেন মাওলানা সাদ
** নেতৃত্বে জটিলতা : ইজতেমা মালয়েশিয়ায় সরিয়ে নেয়ার প্রস্তাব!
**বিমানবন্দর থেকে বেরিয়ে কাকরাইলে মাওলানা সাদ 

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
এমআইএচ/এমএইউ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।