ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিএমএ নির্বাচনের শঙ্কা কাটছে, কেন্দ্র নিয়ে ঐকমত্য

আল রাহমান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বিএমএ নির্বাচনের শঙ্কা কাটছে, কেন্দ্র নিয়ে ঐকমত্য বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচন নিয়ে ভোটার, প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার শঙ্কা কেটে যাচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, পেশাগত ভাবমূর্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য ভোটারদের চাপ ও প্রার্থীদের ইতিবাচক মনোভাবের কারণেই শঙ্কা কাটছে।

চট্টগ্রাম: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচন নিয়ে ভোটার, প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার শঙ্কা কেটে যাচ্ছে। নির্বাচন পরিচালনা কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, পেশাগত ভাবমূর্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য ভোটারদের চাপ ও প্রার্থীদের ইতিবাচক মনোভাবের কারণেই শঙ্কা কাটছে।

২২ ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন বলে আশা করছেন সাধারণ চিকিৎসকরা।   

সম্প্রতি নির্বাচনে অংশগ্রহণকারী স্বাধীনতা চিকিৎসক পরিষদভুক্ত দুটি প্যানেলের ভোটকেন্দ্র নিয়ে পরস্পরবিরোধী অবস্থান, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগপত্র, নির্বাচনী ব্যানার ছেঁড়া, গণসংযোগকালে হামলা ইত্যাদি কারণে শঙ্কার সৃষ্টি হয়েছিল।

বুধবার (১৪ ডিসেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার ডা. আলাউদ্দিন মজুমদার বাংলানিউজকে মোবাইল ফোনে এক প্রশ্নের উত্তরে বলেন, স্থানীয় বিএমএ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে, কেন্দ্রীয় বিএমএ অনুমোদন দেয়। যদিও কেন্দ্রের খবরদারি করার ক্ষমতা আছে, কিন্তু করে না। যদি কেন্দ্রীয় বিএমএ আমাকেই নির্বাচনী দায়িত্ব পালন করতে বলে তাহলে আমি করতে বাধ্য।  কারণ বিএমএ একটি প্রফেশনাল বডি। এমনিতে কেন্দ্রীয় ও স্থানীয় দুধরনের ভোটাধিকার প্রয়োগ করবে। এখানে অস্থিরতা বা বিশৃঙ্খলা হয় এমন কোনো কাজ কারও করার সুযোগ নেই।

তিনি বলেন, এবারের নির্বাচন হবে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে। প্রশাসন-পুলিশ কঠোর অবস্থানে থাকবে। ম্যাজিস্ট্রেট থাকবে। কেউ গোলমাল করতে চাইলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে। কোনো ধরনের চাপকে নির্বাচন কমিশন আমলে নেবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাররা ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে।

ডা. মুজিব-ফয়সাল পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ডা. ফয়সল ইকবাল চৌধুরী বাংলানিউজকে বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ২২ ডিসেম্বর ভোটকেন্দ্রে ডাক্তারদের প্রাণের মেলা হবে। যারা সাধারণ চিকিৎসকদের সমর্থন পাচ্ছে না তারা নানা গুজব ছড়িয়ে ধূম্রজাল সৃষ্টির অপচেষ্টা করেছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভোটার যেহেতু বেশি তাই প্রবর্তক স্কুলকে কেন্দ্র করার প্রস্তাব দিয়েছিলাম। এখন শুনছি নির্বাচন কেন্দ্র হচ্ছে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ। অবশ্য আমাদের প্রতিদ্বন্দ্বীরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসকে কেন্দ্র করার প্রস্তাব দিয়েছিল শুনেছি। হয়তো অনুমতি পায়নি। এখন যেখানেই কেন্দ্র হোক না কেন আমরা নির্বাচনের পক্ষে। আমরা ব্যালটে বিশ্বাস করি। গণতন্ত্রে বিশ্বাস করি।

ডা. নাসির-মিনহাজ পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী ডা. আ ম ম মিনহাজুর রহমান বাংলানিউজকে জানান, আমরা যেকোনো সেক্রিফাইসের বিনিময়ে নির্বাচনের পক্ষে। তাই সব বাধা-প্রতিকূলতা ডিঙিয়ে আমরা ভোটারদের কাছে যাচ্ছি। গণসংযোগ করছি।

তিনি বলেন, আমরা জাল ভোটের উৎসব ঠেকানোর জন্যই নির্বাচন কেন্দ্র হিসেবে প্রবর্তক স্কুলের ব্যাপারে আপত্তি দিয়েছি। এটি হলে বিএমএর ভাবমূর্তি, ডাক্তারদের মান-মর্যাদা ধূলিস্যাৎ হতো। আমাদের শক্তি বিএমএর ভোটাররা। আমরা যেখানেই যাচ্ছি ভোটারদের সাড়া পাচ্ছি। জয় আমাদেরই হবে।

** চমেক ইন্টার্নির বিরুদ্ধে প্রার্থীর হামলার অভিযোগ       

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬

এআর/টিসি                          

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।