বুধবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে বোমাগুলো ধ্বংস করেন ডিসপোজাল বিশেষজ্ঞ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আফতাব হোসেনসহ তার দল।
এসময় উপস্থিত ছিলেন-চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম, অতিরিক্ত পুলিশ সুপার মশিউদৌলা রেজা, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমদ সুমন, সহকারী পুলিশ সুপার (মিরসরাই) মাহবুবুর রহমান, মিরসরাই উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসমিন আক্তার কাকলী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন ও মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইরুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (৭ মার্চ) রাতভর অভিযান চালিয়ে ওই আস্তানা থেকে ২৯টি ছোট-বড় গ্রেনেডসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরবি/আরএ