ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে কন্ট্রাক্টরস্ অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
রেলওয়ে কন্ট্রাক্টরস্ অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি 

চট্টগ্রাম: রেলওয়ে কন্ট্রাক্টরস্ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২ ফেব্রুয়ারি) নগরের লেডিস ক্লাবে শফিকুর রহমান স্বপন এর সভাপতিত্বে এবং এসএ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের পরিচালনায়  সভায় গেস্ট অফ অনার ছিলেন এসকে খোদা তোতন, মো. শাহ আলম, জাহাঙ্গীর আলম, দুলাল, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, মোহাম্মদ নাসির উদ্দিন, সালাউদ্দিন, সোলায়মান, ঠিকাদার নুরুদ্দিন নুরু, মুক্তার হোসেন, আজমল হুদা রিঙ্কু, আমজাদ আহসান প্রমুখ।

সভায় অ্যাসোসিয়েশনের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। বক্তারা রেলওয়ের উন্নয়ন অগ্রযাত্রায় ঠিকাদারদের ভূমিকার কথা উল্লেখ করেন এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের ঠিকাদারদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শফিকুর রহমান স্বপনকে আহ্বায়ক ও মো. শাহ আলম সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।