ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মঙ্গলবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে শাহ আমানত বিমানবন্দর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ২৯, ২০১৭
মঙ্গলবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে শাহ আমানত বিমানবন্দর ফাইল ছবি

চট্টগ্রাম: মঙ্গলবার সকাল পৌনে ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠা-নামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিমানবন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখা সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির।

তিনি বাংলানিউজকে জানান, সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করবে।

তবে মঙ্গলবার সকাল পৌনে ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি বলেন, আবহাওয়া অধিদফতর ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলার পর জরুরি সভা আহ্বান করা হয়।

সভায় বাংলাদেশ সিভিল এভিয়েশনের উর্ধ্বতন কর্তৃপক্ষ মঙ্গলবার ৮ঘণ্টা বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত দেন।  

বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নোটিশ করে জানিয়ে দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে আমরা বিষয়টি নোটিশ করে দিচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে মঙ্গলবার দুইটার পর থেকে বিমানবন্দরের কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১৪১ঘণ্টা, মে ২৯, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।