ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খালেদার ত্রাণের অপেক্ষায় রোহিঙ্গারা

মো. মহিউদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
খালেদার ত্রাণের অপেক্ষায় রোহিঙ্গারা খালেদার ত্রাণের অপেক্ষায় রোহিঙ্গারা। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়নারঘোনা ক্যাম্প (উখিয়া, কক্সবাজার) থেকে: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ত্রাণ বিতরণের খবরে কক্সবাজারের উখিয়ার ময়নারঘোনা ক্যাম্পে হাজার হাজার রোহিঙ্গা ভিড় করেছেন। ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা।

ময়নারঘোনা ক্যাম্পে গিয়ে দেখা যায়, নারী-শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের রোহিঙ্গারা ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছেন। রোহিঙ্গা শিশু‍দের আলাদা একটি লাইন চোখে পড়েছে।

খালেদা জিয়া রোহিঙ্গা শিশুদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।  এছাড়া নারী-পুরুষদের কয়েকটি লাইন চোখে পড়েছে।

ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছেন মিয়ানমারের মংডুর ভুচিদং থেকে আসা শানু। এক মাস আগে বাংলাদেশে আসা এই রোহিঙ্গা নারী বাংলানিউজকে বলেন, বাংলাদেশের একজন বড় নেত্রী আসবেন বলে শুনেছি। তাই সকাল নয়টা থেকে ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছি।

বিএনপি সূত্র জানিয়েছে, বিএনপির পক্ষ থেকে রোহিঙ্গাদের মাঝে ৪৫ ট্রাক ত্রাণ বিতরণ করা হবে। বিতরণের জন্য ত্রাণসামগ্রী আগেই রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। কিছু ত্রাণসামগ্রী খালেদা জিয়া রোহিঙ্গাদের হাতে তুলে দেবেন। বাকি ত্রাণসামগ্রী সেনাবাহিনীর মাধ্যমে বিতরণ করা হবে।

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে সোমবার (৩০ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে উখিয়ার উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ময়নারঘোনা ক্যাম্পে এসে পৌঁছাবেন।

এখানে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি হাকিমপাড়া ও বালুখালী ক্যাম্পে যাবেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জেলা বিএনপি সভাপতি শাজাহান চৌধুরী, দলের মৎস বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল নেত্রীর সঙ্গে আছেন। এছাড়া খালেদা জিয়ার সিকিউরিটি ফোর্সের সদস্যরাও তার সঙ্গে আছেন।

ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে খালেদা জিয়ার গাড়িবহর। রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করবেন বিএনপি চেয়ারপারসন। মঙ্গলবার সকালে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

এর আগে রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে রওনা দিয়ে রাত ৮টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর কক্সবাজার পৌঁছে।

মিয়ানমারে নির্যাতনের জেরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকার গুলশান কার্যালয় থেকে রওনা হন খালেদা। বিকেলে ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে কিছুক্ষণের যাত্রা বিরতি নেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে রাতযাপন করেন।  

খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের ১০ নভেম্বর কক্সবাজার রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। তখন একটি জনসভায় অংশ নিয়েছিলেন। তখনও ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম এসেছিলেন। সার্কিট হাউসে রাতযাপন করে পরদিন কক্সবাজার গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।