ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
পটিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একজনের ...

চট্টগ্রাম: পটিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুইজন।

রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কালাম (৫৫) পটিয়ার উত্তর খরনা ফকিরপাড়ার কালা মিয়ার পুত্র। আহতরা হলেন- ওই এলাকার আব্দুল জব্বার ও তার স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি।

জানা যায়, মহাসড়কের কমলমুন্সির হাটের পূর্ব পাশে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী কিং ট্রাভেলস বাস (ঢাকা মেট্রো: ব ১৫-৮৮৩৪) ও একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশার মুখামুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৩ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।