ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে শান্তি আসবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে শান্তি আসবে বক্তব্য দেন সংসদ সদস্য দিদারুল আলম

চট্টগ্রাম: ‘মানুষ নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চললে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। সমাজে কোন হিংসা হানাহানি থাকবে না।’

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা হযরত চাঁদ গাজী শাহ ফোরকানিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম এসব কথা বলেন।

এ উপলক্ষে অুনষ্ঠিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুন্নবী ভুঁইয়া।

এতে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এসএম জয়নাল আবেদিন, পন্থিছিলা বাজার কমিটির সাধারণ সম্পাদক সেলিম কোরাইশি, সীতাকুণ্ড পৌরসভা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম, গোলাম সরওয়ার, সমাজ সেবক জসিম উদ্দীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।