শনিবার (২৬ জানুয়ারি) সকালে কাস্টম হাউস প্রাঙ্গণে সংসদ সদস্য এমএ লতিফ শোভাযাত্রার উদ্বোধন করেন।
তিনি বলেন, কাস্টমসের রূপ অনেক বদলেছে।
এমএ লতিফ বলেন, গত ১০ বছর চট্টগ্রাম বন্দর এক দিনের জন্যও বন্ধ হয়নি। দেশের সবচেয়ে বড় সম্পদ মানবসম্পদ। দেশে শিল্প বিপ্লব ঘটবে। প্রধানমন্ত্রী সেই লক্ষ্যে কাজ করছেন।
শোভাযাত্রাটি বারিক বিল্ডিং মোড় ঘুরে আবার কাস্টম হাউসে ফিরে আসে। বাবুল জলদাসের ঢোল, আনসার ব্যান্ডদল, ঘোড়ার গাড়ি, প্লে কার্ড, ফেস্টুনে বর্ণিল ছিল শোভাযাত্রা।
কাস্টম দিবস উপলক্ষে নগরের প্রধান প্রধান সড়ক ও কাস্টম হাউসকে সাজানো হয় ব্যানার ফেস্টুনে।
এতে অংশ নেন সেমিনারের বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক ও ভ্যাট প্রশাসন) প্রকাশ দেওয়ান, কাস্টমস দিবস উদযাপন কমিটি চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক ভ্যাট কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া, কাস্টম হাউসের কমিশনার ড. একেএম নুরুজ্জামান, যুগ্ম কমিশনার তোফায়েল আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এআর/এসি/টিসি