ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম: মুক্তিযোদ্ধা সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম জেলা কমান্ড ইউনিট। বুধবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সংগীত ও  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জেলা কমান্ড ইউনিটের সভাপতি কমান্ডার শাহাবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সংসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক, ডেপুটি কমান্ডার সরওয়ার কামাল, সিভিল সার্জন আজিজুল হক ছিদ্দিকী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এমরান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিন আহমেদ, অর্থ কমান্ডার আবদুর রাজ্জাক, দপ্তর কামান্ডার আলাউদ্দিন, প্রচার কমান্ডার নাসির উদ্দিন, ক্রীড়া কমান্ডার বদিউজ্জামান, পাঠাগার কমান্ডার বোরহান উদ্দিন, শ্রমিক লীগ নেতা শফর আলী, মিরসরাই উপজেলা কমান্ডার কবীর আহমদে, হাটহাজারী উপজেলা কমান্ডার নুরুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা কমান্ডার খায়রুল বশর, আনোয়ারা উপজেলা কমান্ডার ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আহমেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মিহির বরণ সাহা রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।