ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা দিলেন চসিক মেয়র 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, এপ্রিল ১৭, ২০২৫
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা দিলেন চসিক মেয়র  ...

চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নাগরিকদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ১২ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।  

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে সহায়তার চেক তুলে দেন তিনি।

মেয়র বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণ দীর্ঘ সময় ধরে জুলুম, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার। একজন মানবিক নাগরিক এবং জনপ্রতিনিধি হিসেবে আমি মনে করি, এ সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

এই সহায়তা চট্টগ্রামের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা এবং সংহতির প্রতীক।

রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান মেয়রের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে থেকেছে। চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেনের এই উদারতা আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।

এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের মিলিটারি অ্যাটাসে কর্নেল মাহমুদ এমজে আলশাহাওনাহ এবং প্রধান প্রশাসনিক কর্মকর্তা আফিয়া ইবনাত, অ্যাডভোকেট আরিফ রেজা, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রমুখ।  

ডা. শাহাদাত রাষ্ট্রদূতকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানান এবং বলেন, আমি চাই চট্টগ্রামের জনগণ সরাসরি ফিলিস্তিনের মানুষের কষ্ট এবং সংগ্রামের কথা জানুক। রাষ্ট্রদূত ও তাঁর টিমকে নিয়ে চট্টগ্রামে একটি জনমত গঠনের কর্মসূচি এবং একটি দিনব্যাপী ফান্ডরেইজিং ইভেন্ট আয়োজন করব।

রাষ্ট্রদূত চট্টগ্রাম সফরে সম্মতি জানান।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।