ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম প্রেস ক্লাবে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
চট্টগ্রাম প্রেস ক্লাবে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা চট্টগ্রাম প্রেস ক্লাব

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ভোট গণনা।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী আব্বাস, আবু তাহের মুহাম্মদ, জসীম চৌধুরী সবুজ ও এজাজ ইউসুফী।

সিনিয়র সহ সভাপতি পদে আসিফ সিরাজ ও সালাহউদ্দিন মো. রেজা।

সহ সভাপতি পদে নির্বাচন করছেন নিরুপম দাশগুপ্ত ও মনজুর কাদের মনজু।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুকলাল দাশ ও ফরিদ উদ্দিন চৌধুরী।

যুগ্ম সম্পাদক পদে নির্বাচন করছেন শহীদুল্লাহ শাহরিয়ার, নজরুল ইসলাম ও আলমগীর সবুজ। অর্থ সম্পাদক পদে দেব দুলাল ভৌমিক ও তৌফিকুল ইসলাম বাবর। সাংস্কৃতিক সম্পাদক পদে রূপম চক্রবর্তী ও মো. শাহ আজম।

চট্টগ্রাম প্রেস ক্লাবে ভোটগ্রহণক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ও রুবেল খান। গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদ মাহমুদ, জসীম উদ্দীন সিদ্দিকী, মো. শওকত ওসমান ও মো. শহীদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আইয়ুব আলী ও রোকসারুল ইসলাম। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিন্টু চৌধুরী ও আলীউর রহমান।

ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচন করছেন মঞ্জুরুল আলম মঞ্জু, স ম ইব্রাহীম, কাজী আবুল মনসুর, মো. শামসুল ইসলাম, আল রাহমান, রাজেশ চক্রবর্তী, মোহাম্মদ আলী, তাপস বড়ুয়া রুমু, শামসুল হুদা মিন্টু, কামাল উদ্দিন খোকন ও মইনুদ্দীন কাদেরী শওকত।

নির্বাচন কমিটির সদস্য জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মো. নিযাম উদ্দিন ও জাকির হোসেন লুলু জানান, নির্ধারিত সময়ে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।