ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১০০ স্বর্ণের বারসহ দুইজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
১০০ স্বর্ণের বারসহ দুইজন গ্রেফতার উদ্ধার করা স্বর্ণের বার।ইনসেটে গ্রেফতারকৃতরা। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: নগরের সিআরবি এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস স্বর্ণের বারসহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

রোববার (৩ মার্চ) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকার পরেশ চন্দ্র সাহার ছেলে লাভলু সাহা প্রকাশ প্রলয় কুমার সাহা (৫৯) ও শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার শিদলপুরা এলাকার হাশেম সওদাগরের ছেলে মো. বিলাল হোসেন প্রকাশ কাদের (২৮)।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মোস্তাইন হোসাইন জানান, ‘চট্টগ্রাম থেকে ১০০ পিস স্বর্ণের বার নিয়ে প্রাইভেট কারে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন তারা দুইজন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দুইজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।