রোববার (১০ মার্চ) ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
গ্রিসের একটি রীতির কথা উদ্ধৃত করে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, প্রাচীন গ্রিসে ১৮ বছর পূর্ণ হলে যুবককে সম্রাটের সামনে নিয়ে যেয়ে প্রতিজ্ঞা করানো হতো এবং বলা হতো ‘তুমি জন্মের পর যে গ্রিস দেখেছ, মৃত্যুর সময় যেন তার চেয়ে অনেক বড় গ্রিস দেখে যেতে পারো-সে প্রতিজ্ঞা করো।
‘আজকের তরুণ প্রজন্মকে এর তাৎপর্য ধারণ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান, উপাচার্য এম. সেকান্দর খান প্রমুখ।
সমাবর্তন অনুষ্ঠানে প্রায় ৬শ’ গ্র্যাজুয়েট উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১০, ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসইউ/এসি/টিসি