ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘মানুষ বড় হলে দেশ বড় হয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
‘মানুষ বড় হলে দেশ বড় হয়’ বক্তব্য দেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বলেছেন, ‘মানুষ বড় হলে দেশ বড় হয়। আর দেশ আলোকিত হয় মানুষ আলোকিত হলে।’

রোববার (১০ মার্চ) ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

গ্রিসের একটি রীতির কথা উদ্ধৃত করে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, প্রাচীন গ্রিসে ১৮ বছর পূর্ণ হলে যুবককে সম্রাটের সামনে নিয়ে যেয়ে প্রতিজ্ঞা করানো হতো এবং বলা হতো ‘তুমি জন্মের পর যে গ্রিস দেখেছ, মৃত্যুর সময় যেন তার চেয়ে অনেক বড় গ্রিস দেখে যেতে পারো-সে প্রতিজ্ঞা করো।

সমাবর্তন অনুষ্ঠানে অতিথিরা।  ছবি: সোহেল সরওয়ার‘আজকের তরুণ প্রজন্মকে এর তাৎপর্য ধারণ করতে হবে।

জন্মে যে বাংলাদেশকে দেখেছে, মৃত্যুর সময় যেন তার চেয়ে বড় বাংলাদেশকে দেখে যেতে পারে, সেই স্বপ্ন দেখতে হবে তরুণ সমাজকে’ বলেন ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান, উপাচার্য এম. সেকান্দর খান প্রমুখ।

সমাবর্তন অনুষ্ঠানে সেলফি।  ছবি: সোহেল সরওয়ারসমাবর্তন অনুষ্ঠানে প্রায় ৬শ’ গ্র্যাজুয়েট উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১০, ঘণ্টা, মার্চ ১০, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।