ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিগগির পানি সরবরাহ স্বাভাবিক হবে: ওয়াসা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
শিগগির পানি সরবরাহ স্বাভাবিক হবে: ওয়াসা চকবাজারে পানি সরবরাহ বন্ধ।

চট্টগ্রাম: লাইন লিকেজের কারণে নগরের চকবাজার ও আশপাশের এলাকায় গত চারদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে ওইসব এলাকায় পানির সংকট দেখা দিয়েছে।

চকবাজার আতুরার দোকান এলাকার বাসিন্দা শাহেদ হোসেন বলেন, চারদিন ধরে পানি সরবরাহ বন্ধ। অসহনীয় কষ্টে দিন কাটাতে হচ্ছে।

রুমন নামে আরেক বাসিন্দা বলেন, লাইনে পানি আছে, তবে  ঘোলা । ব্যবহার করা যাচ্ছে না।

চকবাজার এলাকায় একটি ২৪ ইঞ্চি সরবরাহ পাইপলাইনে লিকেজ হওয়ায় এ সমস্যা হয়েছে বলে ওয়াসার প্রধান প্রকৌশলী ইয়াকুব সিরাজ উদদৌল্লাহ বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (১৬ মার্চ) সকালে লাইন মেরামত কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে পানি সরবরাহ করা হয়েছে। চাপ স্বাভাবিক হলে আশা করি রাতের মধ্যে ঘরে ঘরে পানি যাবে।

বাংলাদেশ সময়ঃ ১১৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৯
এসইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।