বৃহস্পতিবার (২৭ মার্চ) দৃষ্টি কার্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে বক্তব্য দেন প্রতিযোগিতার আহবায়ক দৃষ্টির সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, প্রতিযোগিতার সমন্বয়কারী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইফুদ্দিন মুন্না, সরকারী কর্মাস কলেজ ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি তৌহিদুল কবির, দৃষ্টি চট্টগ্রামের সহ সম্পাদক মুন্না মজুমদার ও রিদোয়ান আলম আদনান।
বক্তারা বলেন, তরুণ বয়স থেকে যদি একজন শিক্ষার্থী নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করে, তবে তা সমাজের উপকারে আসবে। ব্যবসা পরিকল্পনা, প্রসার-প্রচার এবং ব্র্যান্ডিং সংক্রান্ত এটি চট্টগ্রামের এ ধরণের একমাত্র আয়োজন যা বিগত ৯ বছর যাবৎ অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় ব্যক্তি, স্বনামধন্য ব্যবসায়ী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
২৯ মার্চ সকাল ১০টায় প্রতিযোগিতা উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্পাহানী চা এর সিওও শান্তনু বিশ্বাস।
৩১ মার্চ বিকাল ৪টায় চট্টগ্রামে প্রথমবারের মত চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞাপন নিমার্নের উপর এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষণ প্রদান করবেন জাতীয় পুরস্কার প্রাপ্ত তরুণ নির্মাতা রিদোয়ান রনি। ইস্পাহানীর পাশাপাশি এই প্রতিযোগিতায় সহয়োগিতায় রয়েছে র্যাংগস এফসি প্রোপ্রাইটিস।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জেইউ/টিসি