চট্টগ্রাম: জেলার হাজতখানা থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় ২ আসামি পালিয়ে গেছে।
তারা হলেন- লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে ইকবাল হোসেন ইমন ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজি মালেক ড্রাইভার বাড়ির কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে তিনটার দিকে প্রিজন ভ্যানে তোলার সময় তারা পালিয়ে যায়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অ্যাডমিন) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, হাজতখানা থেকে বের কারাগারে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় বিকেলে দুই আসামি পালিয়ে গেছে।
তাদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান তিনি।
এমআই/টিসি