ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উত্তর জেলা আওয়ামী লীগের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
উত্তর জেলা আওয়ামী লীগের সভা সভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

চট্টগ্রাম: উত্তর জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভা দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

তিনি বলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ একটি মডেল সংগঠন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

সভায় সর্বশেষ সাংগঠনিক ও রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম।

বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, অ্যাডভোকেট ফখরুদ্দিন চোধুরী, মো. আবুল কালাম আজাদ, মো. জসিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।