ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

২০ টাকায় চাল, ৪০ টাকায় চিনি চট্টগ্রাম চেম্বারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, মে ৭, ২০১৯
২০ টাকায় চাল, ৪০ টাকায় চিনি চট্টগ্রাম চেম্বারে ভর্তুকি মূল্যে ভোগ্য পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

চট্টগ্রাম: আতপ আর সিদ্ধ-দুই ধরনের চালই প্রতি কেজি ২০ টাকা। চিনি মাত্র ৪০ টাকা। পবিত্র রমজান উপলক্ষে শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার ভর্তুকি মূল্যে বিক্রি শুরু করেছে এ দুইটি পণ্য।

মঙ্গলবার (৭ মে) দুপুরে নগরের আগ্রাবাদের চেম্বার হাউসের সামনে ভর্তুকি মূল্যে ভোগ্য পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক সৈয়দ ছগীর আহমদ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, আলমগীর চৌধুরী, অঞ্জন শেখর দাশ প্রমুখ।

চেম্বার সভাপতি জানান, একজন ক্রেতা লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ ৫ কেজি চাল ও ২ কেজি চিনি কিনতে পারবেন।

তিনি পবিত্র রমজানে রোজাদারদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মে ০৭, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।