এক বস্তায় কোনোটার ৩ হাজার ৬’শ লেবু আর কোনেটার মধ্যে ৪ হাজার লেবু রয়েছে। বাগান থেকে এসব লেবু এক বস্তা বা ৪ হাজার লেবু ক্রয় করা হয়েছে দুই হাজার টাকায়।
বুধবার (২২ মে) রাত সাড়ে ১২টায় নিউমার্কেটের স্টেশন রোডে কয়েকজন ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
হাবিব উল্লাহ নামে এক ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, আমরা পাইকারিতে এক টাকা লাভ করে বিক্রি করছি। আড়তে ব্যবসায়ীরা কিছু লাভ করে খুচরা পর্যায়ে বিক্রি করে। খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা মূলত বেশি লাভ করছে।
আরেক ব্যবসায়ী করিম উল্লাহ রিয়াদ বলেন, বাগান থেকে আমরা প্রতি পিস ৫০ পয়সায় ক্রয় করে চট্টগ্রামে আসার পর পরিবহন খরচ ও শ্রমিক খরচসহ এর দাম পড়ে দেড় টাকার মতো। এখন আড়ত ব্যবসায়ী বা খুচরা ব্যবসায়ীরা বেশি লাভ করলে আমাদের কিছু করার নেই।
নিউমার্কেট এলাকার বাসিন্দা আনোয়ারুল করিম। তারাবিহ নামায পড়ে বাসায় যাওয়ার পথে স্টেশন রোডের পাশে এক পাইকারি লেবুর দোকান থেকে লেবু কিনছিলেন। ওই দোকানে ১২টি লেবু বিক্রি করছে ৬০ টাকায়। প্রতি পিস লেবুর দাম পড়েছে ৫ টাকা।
আনোয়ারুল করিম বলেন, ভ্যানে খুচরা পর্যায়ে গতকালকে প্রতি পিস লেবু ১০ টাকায় কিনেছি। তাই পাইকারি দোকানে আসলাম কম দামে কয়েক ডজন লেবু কেনার জন্য। রমজান মাস ইফতারির সময় লেবুর শরবত না খেলে চলে না। অথচ এ লেবু খুচরা ও পাইকারিতে দাম দুইগুণ বেশি।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, মে ২৩, ২০১৯
জেইউ/টিসি