শুক্রবার (২৩ আগস্ট) সীতাকুণ্ড জন্মাষ্টমী উদযাপন পরিষদের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৪ আসনের এমপি দিদারুল আলম এসব কথা বলেন।
সীতাকুণ্ড গিরিশ ধর্মশালা বিবেকানন্দ বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
তিনি বলেন, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই অন্যায় ও অপশক্তির দমনে মানবজাতির কল্যাণের জন্য ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহামানব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। এভাবেই দুষ্টের দমনের জন্য পৃথিবীতে মহামানবের জন্ম হয়।
সীতাকুণ্ড জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুচরণ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল ও সাংগঠনিক সম্পাদক মানস অধিকারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ ও উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইদ্রিস, বাগীশিক সীতাকুণ্ড শাখার সাধারণ সম্পাদক অনজয় দত্ত, রঞ্জিত সাহা, দুলাল চন্দ্র দে প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এসি/টিসি