ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে শাখা খুললো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
কক্সবাজারে শাখা খুললো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল সেবা চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা

চট্টগ্রাম: সুবিধা বঞ্চিতদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কক্সবাজার ঈদগাঁ এলাকায় শাখা খুলেছে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল।

সেবা চালু উপলক্ষে সোমবার (২৬ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবদুল মতিন।

কাতার ক্রিয়েটিং ভিশন প্রজেক্টের আওতায় ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

চক্ষু হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর ড. মুনীর আহমেদ, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ইনস্টিটিউট অব কমিউনিটি অফথালমোলোজির (আইসিও) পরিচালক ডা. খুরশীদ আলম, অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী।

আইসিওর শিক্ষার্থী রেহেনুমা তারানুসের সঞ্চালনায় আরও বক্তব্য দেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর অব প্রোগ্রামস মোহাম্মদ আলাউদ্দিন, চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মেরাজুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।