ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম মহিলা হোস্টেল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইন্দিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
চট্টগ্রাম মহিলা হোস্টেল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইন্দিরা চট্টগ্রাম মহিলা হোস্টেল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইন্দিরা

চট্টগ্রাম: চট্টগ্রাম কর্মজীবী মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে তিনি মহিলা হোস্টেল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, সরকার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নারীদের সবক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে।

কর্মজীবী নারীদের কর্মক্ষেত্রে ও আবাসনে নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, শহরাঞ্চলে কর্মজীবী মহিলাদের আবাসন সুবিধা বৃদ্ধির জন্য সরকার নতুন নতুন আধুনিক মানের হোস্টেল নির্মাণ করছে।

নারীদের নিরাপত্তা, ব্যবহৃত আসবাবপত্র, হোস্টেলে খাবারের মান উন্নয়ন এবং নান্দনিক পরিবেশ বজায় রাখতে সরকার বিশেষ সতর্ক রয়েছে।

চট্টগ্রাম কর্মজীবী মহিলা হোস্টেল এলাকায় অব্যবহৃত জমিতে আবাসন সুবিধা বৃদ্ধির জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।

এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, অতিরিক্ত সচিব মো. রফিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিফতরের মহাপরিচালক বদরুন্নেছা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য, মহিলা হোস্টেলের সহকারী পরিচালক মোছা. রোকেয়া বেগম ও মিরকারিদম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।