শনিবার (৭ সেপ্টেম্বর) এসব স্থাপনার মধ্যে মহসিন কলেজের পর্তুগিজ ভবন, জেলা জজের বাসভবন, কোর্ট বিল্ডিং, চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিং, সিআরবি, জিএম বাংলো, চীফ কমার্শিয়াল ম্যানেজারের ক্লেইমস অফিস ও চট্টগ্রাম সার্কিট হাউজ সহ বেশ কিছু স্থাপনা তারা পরিদর্শন করেন।
চট্টগ্রাম শহরের ঐতিহাসিক স্থাপনাগুলো এখন কি অবস্থায় আছে, যেগুলো টিকে আছে সেগুলো কিভাবে সংরক্ষণ করা যাবে, সে বিষয়ে গবেষণার উদ্দেশ্যে উভয় ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগ এ পরিদর্শন কর্মসূচির আয়োজন করে।
পরিদর্শনকালে জাপানের কিয়ুশু ইউনিভার্সিটির ডিজাইন স্কুলের সহযোগী অধ্যাপক টমো ইনয়ি, শিক্ষার্থী মানাবে, হারাটাকে, ওয়াটানাবে প্রমুখ উপস্থিত ছিলেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান স্থপতি সোহেল এম শাকুর, স্থপতি ফয়সাল হুদা, কুহেলী চৌধুরী, ওবাইদুল হক, প্রিনিয়া আব্বাসি খানম, আলী আকবর রাজন, মেহেনাজ হাসান এবং সিনিয়র শিক্ষার্থীরা।
এই যৌথ পরিদর্শন কার্যক্রম ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এসি/টিসি