ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ারে আর্কিটেকচারাল গ্রাফিক্স নিয়ে কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৯
প্রিমিয়ারে আর্কিটেকচারাল গ্রাফিক্স নিয়ে কর্মশালা প্রিমিয়ারে আর্কিটেকচারাল গ্রাফিক্স নিয়ে কর্মশালা

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের উদ্যোগে ৬ দিনব্যাপী ‘ইনটেনসিভ ফাউন্ডেশন কোর্স অন আর্কিটেকচারাল গ্রাফিক্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের আর্কিটেকচারাল গ্রাফিক্স সম্পর্কে উপযুক্ত এবং স্বচ্ছ ধারণা দিতে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক হোসেন মুরাদ এবং প্রভাষক রাবেয়া নুসরাত নিভা এ কর্মশালা পরিচালনা করেন।

কর্মশালার ফলাফল প্রদর্শনীতে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান স্থপতি সোহেল এম শাকুর, সহযোগী অধ্যাপক আশিকুর রহমান এবং স্থপতি বিধান বড়ুয়া।

সোহেল এম শাকুর ‘কর্মশালার ফলাফল সন্তোষজনক’ বলে মন্তব্য করেন।

শিক্ষার্থীদের আর্কিটেকচারাল দুর্বলতা কমিয়ে আনতে আরও কর্মশালা আয়োজনের তাগিদ দেন।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।