ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২১৪ স্কুল-কলেজে কুইজ প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
প্রধানমন্ত্রীর জন্মদিনে ২১৪ স্কুল-কলেজে কুইজ প্রতিযোগিতা

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নগরের ২১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ হাসিনার জীবন-দর্শন শীর্ষক ২০ নম্বরের এ কুইজ প্রতিযোগিতা হবে। এরপর শনিবার (২৮ সেপ্টেম্বর) নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিটি স্কুল ও কলেজের বিজয়ী ৩ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হবে।

এতে প্রধান অতিথি থাকবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এক বাবার কথা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনাবলম্বনে তরিকুল ইসলাম জুয়েল সম্পাদিত ‘এক বাবার কথা’শীর্ষক ভিডিও ক্লিপ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চসিকের টাইগারপাস কার্যালয়ে ক্লিপটি হস্তান্তর করেন তরিক।

এতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ঘিরে তার বাবার স্বপ্নের কথা বলতে গিয়ে উপমা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী দেখানো হয়েছে। ক্লিপটি চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শন করে শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্যাগ, সততা তুলে ধরা হবে। যা এ প্রজন্মের নাগরিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

এ সময় কাউন্সিলর নাজমুল হক ডিউক, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া ও মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।