ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম:  চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিলীপ বড়ুয়া (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মঘাইছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে নিলুফা বেগম (৫০) ও মোহাম্মদ নয়ন (২০) নামে আরও দু’জন আহত হন। আহতরা রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 

জানা যায়, চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার মঘাইছড়ি এলাকায় চট্টগ্রামগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক ও অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নেওয়ার পথে দিলীপ বড়ুয়ার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৫
পিডি/টিসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।