তিনি বলেন, সাংবাদিকরা এলাকার অবকাঠামো উন্নয়নে যেমন ভূমিকা রাখেন তেমনি আর্থসামাজিক উন্নয়নে রয়েছে তাদের অপরিসীম ভূমিকা। তবে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে।
সাতকানিয়া লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রামের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইয়াবা ব্যবসায়ী বড় অপরাধী নাকি দুর্নীতিবাজ প্রকৌশলী বড় অপরাধী এ প্রশ্ন তুলে আমিনুল ইসলাম আমিন বলেন, ‘আমার দৃষ্টিতে সে-ই বড় অপরাধী যে ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিয়েছে। টেকনাফের মানুষজন সাংস্কৃতিকভাবে এতটাই নিম্নশ্রেণির যে তারা ইয়াবা ব্যবসাকে অপরাধই মনে করছে না। ইয়াবা ধরার পর বলে, আমি কী দোষ করলাম? আমি কি কাউকে ঠকাচ্ছি? আমি তো এটা কিনে বিক্রি করছি। বাবা-মা সবাই মিলে করছে কাজটা। তারা এটাকে হালাল ব্যবসা মনে করে। কেউ এক হাতে টাকা দিচ্ছে, আর কেউ এক হাতে ইয়াবা নিচ্ছে। যে যাই বলুক, তারা কিন্তু নিজেদের বিবেকের কাছে পরিষ্কার যে, তারা অন্যায় করছে না। কিন্তু বুয়েট থেকে পাস করা যে প্রকৌশলীরা জেনে-বুঝে ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নিচ্ছেন, অবশ্যই তারা আমার চোখে বড় অপরাধী। ’
অনুষ্ঠানে সাতকানিয়া লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রামের পক্ষ থেকে প্রধান অতিথি আমিনুল ইসলামকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আপডেট ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
এআর/টিসি