ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে ভর্তি পরীক্ষা, যাতায়াতের সুবিধার্থে বড় করা হচ্ছে সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, অক্টোবর ২৪, ২০১৯
চবিতে ভর্তি পরীক্ষা, যাতায়াতের সুবিধার্থে বড় করা হচ্ছে সড়ক মদনহাট সড়কে উচ্ছেদ অভিযান।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে হাটহাজারীর মদনহাট সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। দখলে থাকা সড়কের ১০ শতক জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

মদনহাট সড়কে উচ্ছেদ অভিযান।                     <div class=

" src="https://www.banglanews24.com/media/imgAll/2019May/bg/Bg-120191024153230.jpg" style="margin:1px; width:100%" />হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ফতেপুর মদনহাট এলাকায় দখলে থাকা সড়কের ১০ শতক জায়গা উদ্ধার করা হয়। এসময় ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, যার বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা।

তিনি বলেন, মদনহাট এলাকায় কোনও অবৈধ স্থাপনা রাখা যাবে না। এসব স্থাপনা না থাকলে যানজটও থাকবে না। উচ্ছেদ অভিযান ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।