ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নাশকতার পরিকল্পনা: ২ জামায়াত নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৯
নাশকতার পরিকল্পনা: ২ জামায়াত নেতা গ্রেফতার নাশকতার পরিকল্পনা: ২ জামায়াত নেতা গ্রেফতার

চট্টগ্রাম: যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল হকের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে বাকলিয়া থানা জামায়াতের আমিরসহ দুইজনকে গ্রেফতার করেছে পু্লিশ।

শনিবার (০২ নভেম্বর) নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল জিহাদি বই ও ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পু্লিশ।

গ্রেফতার দুইজন হলেন- বাকলিয়া থানা জামায়াতের আমির আবুল মনসুর (৫৭) ও সদস্য শেখ নছরুল্লাহ আহমেদ (৪০)। তাদের বাড়ি বাকলিয়া থানা এলাকায় বলে জানিয়েছে পু্লিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল হকের মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে বাকলিয়া থানা জামায়াতের আমির আবুল মনসুর ও তার সহযোগী শেখ নছরুল্লাহ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল জিহাদি বই ও ককটেল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।