...
চট্টগ্রাম: আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত জারি করায় দেশের প্রধান এ সমুদ্রবন্দরের অপারেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক সূচি অনুযায়ী বিমান ওঠানামা করছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল পৌনে ১০টায় শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান বাংলানিউজকে বলেন, আমরা হেড কোয়ার্টারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমাদের বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।
আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে উঠলে তখন জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সংকেতগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এআর/এসি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।