গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা চালানটি আটক করে শতভাগ কায়িক পরীক্ষা করে।
বুধবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার দায়িত্বে থাকা ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টম হাউস সূত্রে জানা যায়, ঢাকার চম্পাটুলি লেনের আমদানিকারক অনলি ওয়ান ইন্টারন্যাশনালের (বিন নং-০০০৭৮৯১৯৮) নামে চালানটি চীন থেকে চট্টগ্রাম বন্দরে আসে। এটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান উজালা শিপিং লাইন্স লিমিটেড।
কায়িক পরীক্ষায় মোট ৩৬ হাজার ৯৬৫ কেজি কসমেটিকস সামগ্রী এবং ২০২ কেজি (৪৮পিস) পানির পাম্প পাওয়া যায়।
এ চালানে সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ ১ কোটি ২৯ লাখ ৭৩ হাজার টাকা।
মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকির দায়ে আমদানিকারকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মো. নূর উদ্দিন মিলন।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৯
এআর/টিসি