ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দুই সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
দুই সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম: মানমাত্রা বহির্ভূত অপরিশোধিত বায়ু নির্গমনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার অপরাধে দুই সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ১৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শুনানী শেষে এ জরিমানা করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।

জানা গেছে, গত ৭ নভেম্বর সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান দক্ষিণ পতেঙ্গার হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড (চট্টগ্রাম প্ল্যান্ট) ও উত্তর পতেঙ্গার এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তরে শুনানীতে হাজিরের নোটিশ দেওয়া হয়।

বৃহস্পতিবার শুনানী শেষে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষকে ৫ লাখ ৬০ হাজার টাকা ও এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষকে ৭ লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।