ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কলেজছাত্র খুন: ২ আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
কলেজছাত্র খুন: ২ আসামি রিমান্ডে

চট্টগ্রাম: নগরের জাকির হোসেন রোডের এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে কলেজছাত্র জাকির হোসেন সানি (১৮) খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন।

এদের মধ্যে আনিসুর রহমানের তিন ও ও মো. মামুন প্রকাশ বড় মামুনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে আদালতে পাঁচলাইশ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. মোশাররফ হোসেন বাংলানিউজকে বলেন, জাকির হোসেন সানি খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর মধ্যে আনিসুর রহমানের তিন ও ও মো. মামুন প্রকাশ বড় মামুনের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত।

এর আগে দুই আসামি গত ২১ নভেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৬ আগস্ট এমইএস কলেজের সামনে ছুরিকাঘাতে খুন হন জাকির হোসেন সানি। এ ঘটনায় জাকির হোসেন সানির বড় বোন মাহমুদা আক্তার বাদি হয়ে সাতজনের নাম উল্লেখ করে খুলশী থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সৌরভ ঘোষ (২০), সৈয়দ সাফাত কায়সার (১৯), রবিউল (১৯), তূষার (২২), আনিসুর রহমান (৩০), আয়াতুল হক (২০) ও মো. মামুন (৩০)।

এছাড়া আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। পরে মামলার বাদি আদালতে আরও কয়েকজনকে অভিযুক্ত করে সম্পুরক এজাহার জমা দেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।