চট্টগ্রাম বন্দর দিয়ে ঢাকার গুলশানের উত্তর বাড্ডা এলাকার স্টার অ্যালায়েন্স নামের এক আমদানিকারক প্রতিষ্ঠানের চালানের চিত্র এটি। চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন (এআইআর) শাখার শতভাগ কায়িক পরীক্ষায় মিথ্যা ঘোষণায় আনা চালানটির এ চিত্র ধরা পড়ে।
এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন বাংলানিউজকে জানান, সিঙ্গাপুর থেকে ‘ওশান নাভা শেভা’ নামের জাহাজে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর চালানটির কনটেইনার চট্টগ্রাম বন্দরে আসে। রপ্তানিকারক প্রতিষ্ঠান চীনের আনাস পি ট্রেডিং লিমিটেড।
আমদানিকারকের পক্ষে চালানটি খালাস করতে কাস্টম হাউসে গত ১৭ জানুয়ারি বিল অব এন্ট্রি দাখিল করে চট্টগ্রামের শেখ মুজিব সড়কের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এলিট এন্টারপ্রাইজ। কিন্তু গোপন সংবাদ থাকায় কনটেইনারটি গোয়েন্দা নজরদারিতে থাকায় সিঅ্যান্ডএফ পণ্য খালাসে দেরি করে। দীর্ঘদিন পর এআইআর শাখা নিজস্ব ব্যবস্থায় কনটেইনারটির কায়িক পরীক্ষা করে।
তিনি জানান, কনটেইনারের ঘোষিত ওজন ছিল প্রায় ১৬ টন। কিন্তু কায়িক পরীক্ষায় ২২ টন পণ্য পাওয়া গেছে । শুধু সফট ড্রিংকস এবং এনার্জি ড্রিংকস আছে প্রায় ১৬ টন ।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এআর/টিসি