চট্টগ্রাম: আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।
শনিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) উদ্যোগে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে অমর একুশে বই মেলায় ‘সমাজ বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থান প্রেরণা যোগাবে’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ইন্টারিম গভর্মেন্ট অত্যন্ত সীমিত সময়ের জন্য এসেছে। আমাদের সেরকম কোন রাজনৈতিক অভিলাষ নেই।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, ডা. শাহাদাত হোসেন বলেন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি আগামীতে এটা একটা লেখক নির্ভর বইমেলা হবে। আমরা বাংলাদেশের সব লেখককে ইনভাইট করব এবং তাদেরকে আমরা বলব যে তাদের বইগুলো যাতে তারা এখানে প্রকাশিত করে এবং এখানে তারা ডিসপ্লে করে। আমরা ট্রাই করছি একটা নতুন কিছু হয়তোবা ইনশাল্লাহ আমরা করব। ভবিষ্যতে আরো গোছালো, বৃহৎ পরিসরের বইমেলার আয়োজন করা হবে। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা আগাচ্ছি। বই কিনে কেউ দেউলিয়া হয়নি। বই কিনুন বই পড়ুন। জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, দেশকে বদলানোর ১৯৭১ সালে একবার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমরা আমাদের অনৈক্য দিয়ে, আমাদের বিভক্তি দিয়ে, আমাদের চুরি, লুটপাট, ডাকাতি দিয়ে সেই সুযোগ অবহেলায় হারিয়েছে। আবার আমাদের ছাত্র সমাজ আরেকবার নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদেরকে সমাজ বিনির্মাণের আরেকটা সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যদি আবার আমরা হারাই, তাহলে জাতিকে খেসারত দিতে হবে। কাজেই এই সুযোগ কিভাবে কাজে লাগাতে হবে সরকার চিন্তা করছে। যুক্তিসংতভাবে সংস্কারের মধ্য দিয়ে এই সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের পরামর্শ ছিল সর্বপ্রথমে শিক্ষা সংস্কার কমিশন করার জন্য। অন্যান্য সংস্কার কমিশন গুলো শতভাগ সফলতা অর্জন করতে পারবে না যদি শিক্ষা সংস্কার কমিশন না করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বিশিষ্ট চিকিৎসক ডা. ইমরান বিন ইউনুস, শাহাবুদ্দিন বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৫
পিডি/টিসি